আমার মনে হয় শুধু মেয়ে না, ছেলে-মেয়ে সব বাচ্চাকেই ছোট থেকে এই বিষয়ে পরিচিত করা উচিত। মায়েরা যে এই সময় একটু শারীরিক অস্বস্তি তে থাকে, সেটা ছোটবেলা থেকে জানলে মায়ের প্রতিও সহানুভূতিশীল হবে এবং এই প্রক্রিয়ার সাথেও পরিচিত হবে। তাতে করে মেয়ে বাচ্চাও প্রথম পিরিয়ডের সময় ভয় পেয়ে অস্বস্তিতে পরবেনা, এটাকে অস্বাভাবিক ও মনে হবেনা। আর ছেলে বাচ্চাও যদি জানে, সে অন্য মেয়েদের প্রতি বিশেষ করে নিজের জীবনসঙ্গী সহ পরিবারের অন্যদের প্রতি সহানুভূতিশীল হবে।
এটা যে একটা স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া, কোন অসুখ বা অপবিত্রতা জাতীয় কিছু না, এবং নারীদেহের আলাদা হওয়ার কারণ ও ফলাফল ছোট থেকেই শেখা খুব ভালো একটা পরিবর্তন সমাজে নিয়ে আসতে পারে।